ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান পদে যোগ্য, সৎ ও জনপ্রিয়তায় এগিয়ে জেলা আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী মিজানুর রহমান মজুমদার ।তিনি ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার। বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরীসহ মনোনয়ন প্রত্যাশি ৪ জন প্রার্থী ইতিমধ্যে তাঁকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিবি জোলেখা শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জানাগেছে, চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক এডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
তিনি ব্যবসায়ীক প্রতিষ্ঠান পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, স্বেচ্ছাসেবী সংস্থা সুলতান আহাম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
এছাড়া তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, চট্টগ্রাম ডায়াবেটিক এসোসিয়েশনের আজীবন সদস্য ও ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির সভাপতি।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন মিজানুর রহমান। তিনি চাঁদগাজী জব্বারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, বাগানবাড়ী ওয়ালী উল্লাহ (রহ.) দ্বীনিয়া মাদ্রাসার সভাপতি , ছাগলনাইয়া মহিলা কলেজের সহ-সভাপতি, ছাগলনাইয়া এডুকেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও রৌশন ফকির দরাগাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
করোনা মহামারীকালীন সময়ে মিজানুর রহমান মজুমদার সামাজিক দায়বদ্ধতাও মানবিকতার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনীর আওয়ামী পরিবারের অভিভাবক আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর আহবানে সাড়া দিয়ে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখযোদ্ধাদের পাশে দাঁড়ান। আইনশৃংখলা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ সদস্য, ডাক্তার, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণকে খাদ্য এবং বিভিন্ন সুরক্ষা সামগ্রী (মাস্ক, পিপিই, স্যানিটাইজার) এবং হাসপাতালসমূহে অক্সিজেন সিলিন্ডার ও হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান করে আত্মমানবতার সেবায় এগিয়ে আসেন।
প্রতি রমজান ও ঈদে বিশ হাজার মানুষের মাঝে ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়া ছাগলনাইয়াসহ ফেনীর দুস্থ্য মেয়েদের বিয়ের ব্যবস্থা, মেধাবি শিক্ষার্থীদের পড়ালেখার দায়িত্ব নেন তিনি।
মিজানুর রহমানের মত যোগ্য প্রার্থী পেয়ে জেলা আওয়ামীলীগের প্রতি সন্তোষ প্রকাশ করে ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা বলেন, অন্যায় অবিচার জুলুমের শিকার নেতাকর্মীদের রক্ষা করতে জেলা আওয়ামীলীগ ছাগলনাইয়াবাসিকে একটি উপহার দিয়েছেন।আমার মিজান সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করে জেলা আওয়ামীলীগের সেই উপহারের প্রতিদান দিতে চাই।
ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার বলেন, ছাগলনাইয়ার মানুষ দীর্ঘদিন পরিবর্তণ চেয়েছেন। তাদের সেই আকাঙ্ক্ষা পুরণ হচ্ছে। আমি একজন নিবেদীত সমাজসেবক। নিজের উপার্জিত অর্থ জনকল্যাণে ব্যয় করি। আমাদের রাজনৈতিক অভিভাবক ফেনী-১ আসনের মাননীয় এমপি আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয় ছাগলনাইয়ার সমস্ত অনিয়ম ও দুর্নীতি দুর করতে আমাকে সমর্থন দিয়েছেন। আমি যেন সেই দায়িত্ব পালন করতে পারি, সে জন্য ছাগলনাইয়াবাসির সহযোগীতা চাই।