৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম
ইরানের রাষ্ট্রপতির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঢাকায় প্রথমবারের মতো ডি-৮ যুব বিষষয়ক মন্ত্রী এবং সিনিয়র অফিসিয়াল পর্যায়ের সভা অনুষ্ঠিত কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া উপজেলা নির্বাচনে সৎ ও যোগ্য চেয়ারম্যান প্রার্থী মিজান দেশের সার্বিক সমৃদ্ধি নিশ্চিতকরণে সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে —অর্থ প্রতিমন্ত্রী আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার ও নির্যাতন সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে –মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার বন্ধ করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে — তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সুন্দরবনে অগ্নিকাণ্ডের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিবৃতি
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> চট্টগ্রাম >> দেশজুড়ে
  • ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে সোনাগাজীতে মহিলা সমাবেশ
  • ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে সোনাগাজীতে মহিলা সমাবেশ

    জেলা তথ্য অফিস ফেনীর আয়োজনে সোমবার সোনাগাজী উপজেলার ৭ নং সোনাগাজী ইউনিয়নের চরখোয়াজ গ্রামে সচেতনতামুলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে বক্তারা উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে আমাদের করনীয়, সরকারের ভিশন ২০২১ ও ২০৪১, বিভিন্ন ক্ষেত্রে অর্জন ও সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও সামাজিক সমস্যা যেমন যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক, জঙ্গীবাদ প্রভৃতি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন ইসলামিক ফাউণ্ডেশন ফেনীর উপপরিচালক মোঃ ইউসুফ আলী, সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিলা সংরক্ষিত আসনের সদস্য লায়লা বেগম। এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ সংগঠক, রাজনৈতিক অংশীজন অনুষ্ঠানে উপস্থিত থাকেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী- পেশার মহিলাগণ উপস্থিত থাকেন। বক্তারা বর্তমান সরকারের ভিশন ২০২১ এর অর্জন এবং ভিশন ২০৪১ এর লক্ষ্যসমুহ সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও চলমান মেগা প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান উন্নয়নের তথ্যসমুহ উপস্থিত জনসাধারণকে অবহিত করা হয়। জেলা তথ্য অফিসার শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি জনবান্ধব উদ্যোগ সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান উপস্থাপন করেন। প্রত্যেকটি উদ্যোগের উদ্দেশ্য, অর্জন, ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বর্ননা করা হয়। কর্মসংস্থান ও শিল্পায়নের লক্ষ্যে সারাদেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল নির্মানের সরকারের পরিকল্পনা উল্লেখ করে ফেনীর সোনাগাজীতে নির্মায়মাণ দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে বক্তারা আলোকপাত করেন। তাঁরা বলেন, এর মাধ্যমে ফেনীর সাধারন মানুষের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রীর প্রত্যেকটি উদ্যোগ জনসাধারনের জীবন মান উন্নয়নে অবদান রাখছে। সরকারের সুফল গ্রহণের জন্য সকলকে এই বিষয়গুলো জানতে এবং অপরকে জানাতে আহবান জানান। এছাড়াও তথ্য অধিকার আইনের বিষয়ে আলোকপাত করে তথ্য অফিসার বলেন, এর মাধ্যমে জনগন তাদের জন্য প্রদানকৃত সরকারি সেবা সম্পর্কে জানতে পারবেন এবং যোগ্য ব্যক্তি সরকারি সেবা থেকে বঞ্চিত হলে অভিযোগ করতে পারবেন। তাই এর মাধ্যমে প্রত্যেককে তাঁর নিজের প্রাপ্য অধিকার আদায় করে নিতে আহবান জানান। এছাড়াও মাদক, যৌতুক, সন্ত্রাসবাদ ও গুজব প্রতিরোধে একযোগে সবাইকে কাজ করার আহবান জানান। যেকোন তথ্য যাচাই না করে কোন সিদ্ধান্ত নিতে বক্তারা বারণ করেন, কারন এর মাধ্যমে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। কেউ কোন মিথ্যা তথ্য প্রচার করলে নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়।

    আরও পড়ুন

    উপজেলা নির্বাচনে সৎ ও যোগ্য চেয়ারম্যান প্রার্থী মিজান
    ডিবি অফিসে ডাকা হল মিল্টন সমাদ্দারের স্ত্রীকে
    আবার ও খুললো সব শক্ষিাপ্রতষ্ঠিান
    ভাসানচরে হচ্ছে পাঁচ তারকা হোটেল, আছে শপিংমল
    বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রার মহাসড়কে: প্রধানমন্ত্রী
    ২০২২ সালেই উন্মুক্ত হতে পারে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
    ‘উইটসা এমিনেন্ট পার্সনস’ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী
    শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়: স্বাস্থ্যমন্ত্রী