এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও প্রাইম ব্যাংক চাটখিল শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম ফরাজি। বিশেষ অতিথি ছিলেন উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ মোস্তফা ফরাজি, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি নুরুজ্জামান সুমন, স্থানীয় ইউপি সদস্য সিরাজদ্দৌলা পাটোয়ারি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম, সদস্য হাবিব উল্যাহ।
এতে এলাকার আরো গণ্যমান্য ব্যক্তি ছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মাদ্রাসার সহসুপার মাওলানা জসিম উদ্দিন। মিলাদ মাহফিল পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা ইব্রাহীম ভুঁইয়া। মোনাজাত পরিচালনা করেন ছাগলনাইয়া ইসলামিয়া কামিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা লোকমান হোসাঈন। ২০২০ সনে উত্তর কুহুমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ পরীক্ষার্থী সহ মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষকরা।