ছাগলনাইয়ার কাশীপুর আইডিয়াল একাডেমীর নার্সারির ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষক আহসান উল্যাহ প্রকাশ মন্ত্রীর উপযুক্ত শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের পানুয়াঘাট বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন কাশিপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল ইসলাম,অভিভাবক সদস্য আব্দুল গোফরান পাটোয়ারি, আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ইসহাক,ভিকটিমের বাবা আবদুল মন্নান, মাতা সালমা আক্তার, ইউপি সদস্য হোসাইন আহাম্মদ বাচ্চু, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন এর
পৌর সভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারি, সাংবাদিক জিয়াউল হক বাপ্পি প্রমূখ। এসময় উপস্হিত ছিলেন দাতা সদস্য নুর
উল্যাহ খাঁন বাচু, অভিভাবক সদস্য মহসিন পাটোয়ারি, মির হোসেন,পানুয়া ঘাট বাজার কমিটির সেক্রেটারি ও অভিভাবক সদস্য শরিফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক অাবু ইউছুপ মোঃ আলমগীর। মানববন্ধনে কাশীপুর উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইডিয়াল একাডেমীর ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্যদের সদস্য ও এলাকাবাসী অংশ নেয়। জানা যায়
গত ১৬ আগস্ট সকালে ৫ বছরের শিশুকে লম্পট আহছান উল্যাহ চকলেট খাওয়ার লোভ দেখিয়ে উপজেলার কাশিপুর পানুয়াঘাট বাজারে হাজী ইলিয়াছ কোম্পানীর বিল্ডিং এর তিন তলার ছাদে নিয়ে ধর্ষন করে। নির্যাতিতা ওই শিশু বাসায় গিয়ে তার মা বাবাকে কান্নাকাটি করে বিষয়টি বলে।
লম্পট আহছান উল্যাহ(৫২) কাশীপুর আলী আহাম্মদ মৌলভী বাড়ীর মৃত আমির হোসেনের ছেলে। তার পানুয়াঘাট বাজারে একটি কুলিংকর্নার দোকান থাকায় ইতিপূর্বে সে ওই মেয়েটিকে বিভিন্ন সময়ে চিপস ও চকলেট খেতে দিতো। নির্যাতিতা ওই শিশু স্থানীয় কাশীপুর আইডিয়াল একাডেমীর নার্সারী শ্রেণির ছাত্রী।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান আহছান উল্যাহ’র বিরুদ্ধে (১৯ আগস্ট) লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে । অভিযোগের ভিওিতে ছাগলনাইয়া থানা পুুলিশ ধর্ষক আহসানকে ওই দিনই গ্রেফতার করে।২০ আগস্ট তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।