১২ই জানুয়ারি, ২০২৫ ইং | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম
ইরানের রাষ্ট্রপতির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঢাকায় প্রথমবারের মতো ডি-৮ যুব বিষষয়ক মন্ত্রী এবং সিনিয়র অফিসিয়াল পর্যায়ের সভা অনুষ্ঠিত কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া উপজেলা নির্বাচনে সৎ ও যোগ্য চেয়ারম্যান প্রার্থী মিজান দেশের সার্বিক সমৃদ্ধি নিশ্চিতকরণে সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে —অর্থ প্রতিমন্ত্রী আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার ও নির্যাতন সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে –মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার বন্ধ করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে — তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সুন্দরবনে অগ্নিকাণ্ডের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিবৃতি
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
  • বাংলাদেশ-ভারত ম্যাচে আবারও সেই আলিম দার
  • বাংলাদেশ-ভারত ম্যাচে আবারও সেই আলিম দার

    এনএ নিউজ ২৪

    গত বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব ছিলেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। সেইবার তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। ম্যাচটি হেরে গিয়েছিল বাংলাদেশ। এবারও সেই আম্পায়ার আলিম দারকেই বাংলাদেশ ও ভারত ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সর্বশেষ ম্যাচেসহ বিভিন্ন ম্যাচেই পাকিস্তানি এই আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাংলাদেশের বিপক্ষে পক্ষপাতিত্ব করার। তিনি আইসিসির এলিট প্যানেলের একজন আম্পায়ার। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বারবার তার পক্ষপাতিত্ব চোখে পড়েছে। চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে তিনি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন। লিটন দাসের আউটের সিদ্ধান্ত নিয়ে থার্ড আম্পায়ার আলিম দারের কাছে গিয়েছিলেন মাঠের আম্পায়ার। যদিও আইসিসির নিয়মানুযায়ী লিটন দাসের আউটটাকে সঠিক সিদ্ধান্তই বলা হচ্ছে। তবে সমর্থকরা দাবি করছেন আফগান ফিল্ডার হাসমতুল্লাহ সঠিকভাবে ক্যাচটি লুফে নিতে পারেননি।

    এদিকে আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আলিম দার। এটা অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই ঠিক করা ছিল।
    বাংলাদেশের পরবর্তী ম্যাচেও থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন এই পাকিস্তানি আম্পায়ার। মাঠে আম্পায়ারের দায়িত্বে থাকবেন রুচিথা পালিয়াগুরুগে এবং মরিস ইরাসমাস। মাঠে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে টিভি তারা আলিম দারের শরণাপন্ন হবেন।
    সেমির আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি বাংলাদেশের বাঁচা-মরার। কেননা ৭ ম্যাচে ৭ পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান বাংলাদেশের। এই ম্যাচে হারলেই সেমিতে উঠার লড়াই থেকে ছিটকে পড়বে বাংলাদেশ।

    আরও পড়ুন

    ঢাকায় প্রথমবারের মতো ডি-৮ যুব বিষষয়ক মন্ত্রী এবং সিনিয়র অফিসিয়াল পর্যায়ের সভা অনুষ্ঠিত
    এসএ গেমসে পদকজয়ীদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী
    ছাত্রদলের কাউন্সিল ১৪ সেপ্টেম্বর
    গ্রেফতারের ক্ষেত্রে সংবিধানের ৩২ অনুচ্ছেদ মানতে হবে
    সারাদেশে কমছে ডেঙ্গু রোগী
    মসজিদের বারান্দায় পড়াশোনা করছেন মুশফিক
    কেন রিভিউ নিলেন না ধোনি?